admin
প্রকাশ: ২০২৩-০৮-১৮ ১৯:০৩:৪৬ || আপডেট: ২০২৩-০৮-১৮ ১৯:০৩:৫১
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া – সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন চট্টগ্রামের এসএসসি ২০০০ ব্যাচ। পাঁচ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, আলু, ময়দা, পেয়াজ, চিনিসহ নিত্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার ১৮ আগষ্ট বিকালে সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে এসব খাদ্য সামগ্রী দেওয়া হয়।
চট্টগ্রাম, সাতকানিয়া, লোহাগাড়ার এসএসসি ২০০০ ব্যাচ বন্ধুদের নিয়ে এ উদ্যোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একত্রিত হয়ে মানবিক ও সামাজিক কর্মকান্ড পরিচালনা করে এ গ্রুপ।
বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রামের মো:এয়াকুব আলী, মো: হেলাল সিকদার, মো: শফিউল আজম চৌধুরী, মো: হুমায়ুন কবির, মো: সায়েম চৌধুরী, মো: রহমত আলী, মো:মিজানুর রহমান মিজান, মো: পারভেজ মাহমুদ,মো: হোসের রাসেদ, সাতকানিয়ার মো:দেলোয়ার হোছাইন, মো: মোজাম্মেল হক খোকন, মো: নাজিম উদ্দিন, মো: সেলিম উদ্দিন, মো: ইলিয়াস, আব্দুল হালিম ও লোহাগাড়ার কাইছার হামিদ ও দেলোয়ার হোসাইন প্রমুখ।
এসএসসি ২০০০ ব্যাচ আশা করেন, বন্ধুদের এ প্লাটফর্ম সকল সামাজিক ও মানবিক কাজে সব সময় অব্যাহত থাকবে।