চট্টগ্রাম, , মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

admin

অবৈধ বালু উত্তোলন, দুই লাখ ঘনফুট বালু জব্দ| বীরকণ্ঠ

প্রকাশ: ২০২৩-০৯-১১ ২১:৫২:০৮ || আপডেট: ২০২৩-০৯-১১ ২১:৫২:১৩

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবৈধভাবে উত্তোলিত ৬ স্থান থেকে ২ লাখ ৫ হাজার ৩ শত ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উপজেলার চুনতি ইউনিয়নের ৬ জায়গায় পৃথক পৃথক অভিযানে এ সব বালু জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, দুই লক্ষ পাঁচ হাজার তিনশত ঘনফুট বালু জব্দ করা হয়েছে এবং তিনটি ডাম্পার আটক করা হয়েছে । বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ও মেশিন নিষ্ক্রিয় করে দেয়া হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

জানা গেছে, উপজেলার চুনতি ৯ নং ওয়ার্ড জামতল থেকে ৩২ হাজার ৬৪০ ঘনফুট, কিল্লা ঘোনা বাজারের উওর পাশ থেকে ৪৮ হাজার ৩৩৬ ঘনফুট, ঘোড়ার চর ও ফারেংঙ্গা খালের মুখ থেকে ৫১হাজার ৪৯৪ ঘনফুট, পেক্কাছড়ি ব্রীজের পাশ থেকে ২৬ হাজার ৮২৬ ঘনফুট, সুয়ারগা ভিটা থেকে ৫ হাজার ৭০০ ঘনফুট ও পানত্রিশা উওর পাড়া থেকে ৪০ হাজার ৩০৪ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *