চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

admin

২৭ সেপ্টেম্বর শুরু চুনতির ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (স.) মাহফিল, বাজেট সাড়ে ৪ কোটি টাকা| বীরকণ্ঠ

প্রকাশ: ২০২৩-০৯-২২ ২০:১১:৩৩ || আপডেট: ২০২৩-০৯-২২ ২০:১১:৩৯

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক সীরতুন্নবী (স.) মাহফিল ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় সীরত মাহফিলের স্থায়ী কার্যালয়ে লোহাগাড়ার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতোয়াল্লী কমিটির সভাপতি শাহযাদা মাওলানা হাফিজুল ইসলাম মু. আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে করেন।

সীরতুন্নবী (সঃ) মিডিয়া ও প্রচার উপ-কমিটির সদস্য সচিব যাহেদুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মোতোয়াল্লী কমিটির যুগ্ম সম্পাদক ইসমাঈল মানিক, তোলাবায়ে সাবেকিন সাধারণ সম্পাদক অলিউদ্দিন মোহাম্মদ, মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক মু. ইবনে দিনার নাজাত, চুনতি সমাজ কল্যাণ সম্পাদক মিনহাজুল আবরার , কশশাফুল হক শেহজাদ, শাহজাদা তৈয়বুল হক বেদার, কাজি আরিফুল ইসলাম।

মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহাজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার মুহাম্মদ নাজাত বলেন, এবারের মাহফিলের বাজেট ৪ কোটি ৫০ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপ-কমিটি গঠন করে দেশের বিভিন্ন স্থানে হাজারের অধিক মিটিং করেছেন বলে অবিহিত করেন। ১৯ দিনব্যাপী মাহফিলে সীরতুন্নবী (স.) পুলিশ প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত করে আইন শৃঙ্খলা রক্ষার্থে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন বলেও জানান তিনি।

প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ: আ:) ইসলাম ধর্ম ব্যাপক প্রচারের লক্ষ্যে রসুল (স.)-এর শানে এ মাহফিল ১৯৭২ খিস্টাব্দে প্রবর্তন করেন। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ৫৩তম সীরতুন্নবী (স.) মাহফিল আগামী ২৭ সেপ্টেম্বর উদ্বোধন এবং ১৫ অক্টোবর দিবাগত রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *