চট্টগ্রাম, , মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

admin

চন্দনাইশে বিএনপির রোডমার্চের গাড়ি ভাঙচুর, আহত ৫ |বীরকণ্ঠ

প্রকাশ: ২০২৩-১০-০৫ ২১:৫৯:৪২ || আপডেট: ২০২৩-১০-০৫ ২১:৫৯:৪৭

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি|
বিএনপির রোডমার্চে যাওয়ার পথে চন্দনাইশের পুরাতন কলেজ গেট এলাকায় কয়েকটি গাড়িতে হামলা হয়েছে। এতে ৫ জন আহত হয়েছেন। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটে। গাড়ি ভাংচুরের সময় আশ-পাশের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

হামলায় আহতরা হলেন- চন্দনাইশ চৌধুরী পাড়ার আবুল কাশেমের ছেলে মো. রাকিব (২৩), মো. ইউসুফ মিয়ার ছেলে আমির হোসেন (২৭), হাশিমপুরের মো. আবুল কালামের ছেলে ইমরান হোসেন জিসান (২৪), খুনিয়া পাড়ার জুনু মিয়ার ছেলে মো. শাহেদ (২৩) ও সৈয়দাবাদের কালা মিয়ার ছেলে মো. রাশেদ (২৮)।

আহতদের চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স ও বিজিসি ট্রাস্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল ইসলাম বলেন, দু’একটি গাড়ির সামান্য কাঁচ ভেঙেছে। তেমন কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে থানায় কেউ কোনো ধরনের অভিযোগ করেনি। সন্ধ্যা পর্যন্ত গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *