চট্টগ্রাম, , শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

admin

লোহাগাড়ায় প্রবাসীর ঘরে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট|বীরকণ্ঠ

প্রকাশ: ২০২৩-১০-১১ ০০:৪৫:২৭ || আপডেট: ২০২৩-১০-১১ ০০:৪৫:৩৩

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক সৌদিয়া আরব প্রবাসীর ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের পূর্ব হাজির পাড়ায় এই চুরির ঘটনা ঘটে।

চোরের দল নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্ত প্রবাসী আব্দুল আজিজ। আব্দুল আজিজ ওই এলাকার মৃত মোহাম্মদ সোলাইমানের পুত্র।

ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছবুর বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে চুরির ঘটনা জেনেছি।

প্রবাসী আব্দুল আজিজ বলেন, মঙ্গলবার সকালে আমার পরিবারের সদস্যদের নিয়ে পার্শ্ববর্তী বাংলাবাজারে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাই। তখন ঘরে আর কেউ ছিলো না। আত্মীয়ের বাড়ি থেকে রাত সাড়ে ১০ টার দিকে বাড়িতে এসে দেখি ঘরের সব আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে। এরপর দেখতে পাই আলমিরায় রাখা ১ লাখ ৭০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার নেই। ঘরের মূল ফটকের তালা কেটে ঘরে ঢুকে তাঁরা। এরপর ঘরের প্রতিটি কক্ষে থাকা আলমিরা, ওয়ারড্রব ভেঙে তছনছ করে সব ফেলে দেয়।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই সাইদুল ইসলাম জানান, এই বিষয়ে থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে চুরির বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *