চট্টগ্রাম, , শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

admin

লোহাগাড়ায় অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ |বীরকণ্ঠ

প্রকাশ: ২০২৩-১১-০৯ ২০:০৫:০৪ || আপডেট: ২০২৩-১১-০৯ ২০:০৫:০৯

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি |
বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী হরতাল – অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর ) বিকালে লোহাগাড়া উপজেলা যুবলীগ নেতা জাহেদুল কবির সুমনের নেতৃত্বে যুবলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল অংশ গ্রহন করেন।

এসময় নেতাকর্মীরা ‘অবৈধ হরতাল মানি না, মানবো না। যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, শেখ হাসিনা সরকার, বারবার দরকার’ বিভিন্ন ধরনের স্লোগান দেয়। পরে মিছিলটি বটতলী মোটর স্টেশন প্রদক্ষিণ করে বেস্ট চৌধুরী মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন যুবলীগ নেতা আব্দুল মান্নান মেম্বার, সারফু সিকদার মেম্বার, নুরুন্নবী কবির, আমিনুল হক মামুন, মিছবাহ উদ্দিন রাজিব, নাজিম উদ্দিন, খোরশেদ আলম, মোহাম্মদ হামিদ, মনিরুল মাবুদ রয়েল, আল আরাফাত হিমু, আবু জাহেদ, ইকবাল ও মোহাম্মদ আজিজ প্রমুখ।

জাহেদুল কবির সুমন বলেন, বিএনপি – জামায়াত আগুন সন্ত্রাসের মাধ্যমে এ দেশের হাজারো মানুষ পুড়িয়ে হত্যা করেছে। রেহাই পায়নি বাসের মধ্যে ঘুমিয়ে থাকা হেলপার সুপারভাইজার। রেহাই পায়নি পুলিশ ও সাংবাদিক। এই আগুন সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠতে চায়। বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্য যুবলীগের নেতাকর্মীরা রাজপথেই মোকাবিলা করবে। অতীতের মতো আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথেই থাকবো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত মাঠেই থাকবো ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *