admin
প্রকাশ: ২০২৪-০১-০৬ ২১:৩২:৪২ || আপডেট: ২০২৪-০১-০৬ ২১:৩২:৪৭
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম -১৫ সংসদীয় আসনে ম্যাজিস্ট্রেটকে ঘুষ দেওয়ার চেষ্টার অপরাধে ঈগল প্রতীক সমর্থিত এক যুবককে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের চিববাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালবের সমর্থক মঈনুল ইসলাম নামে এক ব্যক্তি ম্যাজিস্ট্রেটকে ঘুষ দেওয়ার চেষ্টা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী তাকে ১ লক্ষ টাকা জরিমানা করেন। এ সময় তার বহনকৃত ব্যাগ থেকে ৫ লক্ষ টাকা জব্দ করা হয়।
মঈনুল ইসলাম উপস্থিত সকলের সামনে স্বীকার করে বলেন, চট্টগ্রাম ১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালবের ঈগল প্রতীকের পক্ষে ভোটারদের বিতরণের উদ্দেশ্যে সে এই টাকা নিয়ে যাচ্ছিল।
মঈনুল ইসলামের বিরুদ্ধে নির্বাচনে ঘুষ প্রদানের চেষ্টার অভিযোগে অভিযুক্ত করে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় অভিযোগ গঠন করা হয় বলে জানান
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেবকে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি অস্বীকার করেন।