চট্টগ্রাম, , শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

admin

চট্টগ্রামে পুলিশ-হকার দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধ ১ | বীরকণ্ঠ

প্রকাশ: ২০২৪-০২-১২ ১৮:০৯:১৫ || আপডেট: ২০২৪-০২-১২ ১৮:০৯:১৭

ডেস্ক রিপোর্ট |
চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় পুলিশ ও হকারদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অনেক হকার, কয়েকজন পুলিশ সদস্য ও সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মকর্তাও আহত হয়েছেন। এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে নিউমার্কেট এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন অবৈধ হকার উচ্ছেদ অভিযানে গেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উচ্ছেদ অভিযান তদারকিতে গেলে সিটি কর্পোরেশনের টিমকে বাধা দেন হকাররা। এরপর পুলিশ এগিয়ে এলে তাদের লক্ষ্য করেও হকাররা ইটপাটকেল নিক্ষেপ করেন। এরপর পুলিশ হকারদের ওপর পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

তবে হকারদের দাবি, পুলিশ তাদের ওপর গুলি চালিয়েছে। একজন হকার গুলিবিদ্ধ হয়েছেন বলেও দাবি করেন তারা।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক বলেন, ‘আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *