চট্টগ্রাম, , মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

admin

চলন্ত অটোরিক্সায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, চালক পুড়ে অঙ্গার | বীরকণ্ঠ

প্রকাশ: ২০২৪-০৩-২৫ ১৯:০২:৫০ || আপডেট: ২০২৪-০৩-২৫ ১৯:০২:৫১

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি |
চট্টগ্রামের চন্দনাইশে চলন্ত সিএনজি চালিত অটোরিক্সায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এ সময় চালক পুড়ে অঙ্গার হয়ে গেছে।

নিহত চালকের নাম আব্দুস সবুর (২৬)। সে
চট্টগ্রামের সাতকানিয়া পশ্চিম ঢেমসা আলী নগর ২ নং ওয়ার্ডের মফিজুর রহমানের পুত্র।

সোমবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পটিয়া অভিমুখী সিএনজি চালিত অটোরিক্সা চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে মাজার পয়েন্ট ব্রিজ এলাকায় দোহাজারী পুলিশ বক্সের দায়িত্বরতদের ধাওয়া খেলে দ্রুত উল্টো পথে ফিরে যেতে গিয়ে পিছন দিক থেকে আসা বালুবর্তী একটি ট্রাকের (চট্ট মেট্টো শ-১১-৩৪৪১) সাথে ধাক্কা লাগে। এতে অটোরিক্সায় থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এ সময় অটোরিক্সায় থাকা এক মহিলা যাত্রী সামনে ছিটকে পড়ে বেচেঁ গেলেও চালক আগুনে পুড়ে মারা যায়। স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *