চট্টগ্রাম, , বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

admin

বান্দরবানের তিন উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা | বীরকণ্ঠ

প্রকাশ: ২০২৪-০৪-১২ ২১:২৬:৩২ || আপডেট: ২০২৪-০৪-১২ ২১:২৬:৩৩

বান্দরবান প্রতিনিধি |
ব্যাংক ডাকাতি, অস্ত্র ও অর্থ লুটের ঘটনায় বান্দরবানে সশস্ত্র সংগঠন কেএনএফের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানের পরিপ্রেক্ষিতে তিন উপজেলায় ভ্রমণে বারণ করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন শুক্রবার বিকালে সাংবাদিকদের বলেন, “যৌথ বাহিনীর অভিযানের কারণে জেলার রোয়াংছড়ি, রুমা ও থানচি এলাকায় পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করা হচ্ছে।

“জেলার যেসব এলাকায় যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান চলমান থাকবে বা চলবে; ওই এলাকার সব পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।”

এদিকে রুমা উপজেলা প্রশাসন থেকে পর্যটক গাইড, পরিবহন মালিক এবং হোটেল-মোটেল মালিক সমিতিকে দেওয়া এক নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, “যৌথ বাহিনীর অভিযানকালে রুমা উপজেলার পর্যটন এলাকাসমূহে যে কোনো ধরনের পর্যটক ভ্রমণ নিরুৎসাহিত করা হল। তাছাড়া ভ্রমণে ‘নিরুৎসাহিত’ করার পাশাপাশি পর্যটন সংশ্লিষ্টদের চারটি বিষয় মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *