চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

admin

লোহাগাড়ায় পুলিশ হেফাজত থেকে পালালো যুবলীগ নেতা, অফিসার ইনচার্জসহ চার জন প্রত্যাহার| বীরকণ্ঠ

প্রকাশ: ২০২৪-০৯-০৯ ১৫:৩২:০২ || আপডেট: ২০২৪-০৯-০৯ ১৫:৩২:০৩

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি |
চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছে সাইফুল ইসলাম (৩৩) নামে এক আসামি।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম, ডিউটি অফিসার এসআই নাছিমা আক্তার, এসআই আমির হোসেন ও দায়িত্বরত কনস্টেবল এনামুুল হককে।

আসামি সাইফুল উপজেলার কলাউজান ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের বলিপাড়ার নজির আহদের পুত্র ও স্থানীয় যুবলীগ নেতা।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে যুবলীগ নেতা সাইফুল এলাকার সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করেছিল। সরকার পতনের পর সাইফুল আত্মগোপনে চলে যায়। এলাকার লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে।

সোমবার (৯ আগস্ট) ভোরে গোপনে সংবাদের ভিত্তিতে একই ইউনিয়নের বাংলাবাজারের দক্ষিণ পাশে বাহাদুর পাড়ায় আবদুল আলমের বাড়ি থেকে আটক করে স্থানীয়রা। পরে থাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ আসামি বুঝে নিয়ে স্থানীয়দের চলে যেতে বলেন। এর কিছুক্ষণ পর স্থানীয়রা জানতে পারেন পুলিশ হেফাজত থেকে আসামি সাইফুল পালিয়ে গেছে।

স্থানীয় তৌহিদুল ইসলাম আরাফাত, তৌহিদ ও মো. মফিজসহ একাধিকজন জানান, আওয়ামী লীগ সরকারের আমলে যুবলীগ নেতা সাইফুলের অত্যাচারে অতিষ্ঠ ছিল এলাকাবাসী। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। স্থানীয়রা সাইফুলকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশের সহযোগিতায় সাইফুল পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে তারা দাবি করছেন।

সাতকানিয়া থানার অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান পুলিম হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান পরিচালনা করছেন।

মো: রাশেদুল ইসলাম বলেন, আমি রাত জেগে ডিউটি করেছি। সকালে কলাউজানের জনসাধারণ খবর দেয় আসামি সাইফুলকে আটক করা হয়েছে। তারা তাকে থানায় নিয়ে আসছে। এর মধ্যে আমি বাসা থেকে থানায় আসতে আসতে সাইফুল পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে উর্ধতন মহলে রিপোর্ট করেছি। এ ঘটনায় আমিসহ চার জনকে প্রত্যাহার করা হয়েছে।

চট্টগ্রাম জেলায় যোগদানকৃত পুলিশ পরিদর্শক মো: আরিফুর রহমানকে লোহাগাড়া থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *