admin
প্রকাশ: ২০২৪-১১-২৮ ০০:৪৩:৩৬ || আপডেট: ২০২৪-১১-২৮ ০০:৪৩:৩৭
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি |
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক লোহাগাড়া উপজেলার চুনতি হাজী রাস্তার মাথায় দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারে ছিলেন না হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।
তবে, প্রাইভেট কারটি (চট্টমেট্টো- গ- ১৩-৪৮০৮) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়ী বহরে ছিল।
২৭ নভেম্বর বুধবার রাত ৮টার দিকে দূর্ঘটনা ঘটে।
জানা যায়, ওই এলাকায় প্রাইভেট কারটি পূর্ব দিক থেকে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কে ওঠার সময় চট্টগ্রাম অভিমূখী ট্রাক (ঢাকামেট্টো-ট- ১২-১৮৫৪) স্বজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের বাম পাশে ধুমড়ে মুচড়ে যায়। সাজ্জাদ হোসেন (২৫) নামের এক যুবক কারটি চালান। গাড়ীতে আহমদ নেওয়াজ, মোহাম্মদ অসিম, আব্দুল্লাহ আল মাহাথির ছিলেন।
ট্রাকচালক মুজিবর রহমান(৪০) ও হেলপার মোহাম্মদ রিপাত মিয়া (১৯)কে আটক করেছে পুলিশ। ট্রাকচালক মুজিবুর ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বইলর গ্রামের হামিদ আলীর পুত্র।
ট্রাক ও প্রাইভেটকারটি থানা পুলিশের হেফাজতে রয়েছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান বলেন, হাসনাত ও সারজিস ওই গাড়িতে ছিলেন না। তারা নিরাপদে আছেন। তাদের বহরের একটি গাড়িকে ট্রাক চাপা দেয়। এতে কেউ হতাহত হয়নি। তবে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাকচালককে আটক করা হয়েছে। চালক তাদের চাপা দেওয়ার চেষ্টার কথা অস্বীকার করেছেন।