চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

প্রকাশ: ২০১৭-০৮-০৯ ১১:৫৯:০৯ || আপডেট: ২০১৭-০৮-০৯ ১১:৫৯:০৯

বীরকন্ঠ ডেস্ক : 

“আদিবাসীদের শিক্ষা,ভুমি ও জীবনের অধিকার” এই শ্লোগানে বান্দরবান পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস ।

বুধবার সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি স্থানীয় পুরাতন রাজবাড়ীর মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। র‌্যালীতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

পরে দিবসটি উপলক্ষ্যে রাজবাড়ীর মাঠে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।

বাংলাদেশ আদিবাসী দিবস উদযাপন কমিটির আহবায়ক লেলুং খুমীর সভাপতিত্বে এ সময়ে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান অংথোয়াইচিং মার্মা।এসময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বন ও ভুমি অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি জুয়ামলিয়ান আমলাই, বাংলাদেশ মানবাধিকার কমিশন বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি অং চ মং মার্মা সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াই চিং প্রুসহ বিভিন্ন পাহাড়ি সংগঠনের নেতৃবৃন্ধরা ।

আলোচনা সভায় বক্তারা সরকারকে পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তির ধারাসমুহ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানসহ শান্তি চুক্তির দ্রুত বাস্তবায়ন, পার্বত্য জেলায় অবৈধ বসবাসকারীদের উচ্চেদসহ আদিবাসীদের শিক্ষা, ভুমি ও জীবনের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *