চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে “শুভ জন্মাষ্টমী উৎসব” অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৭-০৮-১৪ ১৪:২৩:১৬ || আপডেট: ২০১৭-০৮-১৪ ১৪:২৩:১৬

বি.কে বিচিত্র, বান্দরবান জেলা প্রতিনিধিঃ      বান্দরবানে      মহাবতার ভগবান শ্রীকৃঞ্চের শুভ জন্মাষ্টমী উপলক্ষে  বর্ণাঢ্য  র‌্যালী, জন্মাষ্টমী উৎসব ও মহোৎসব  অনুষ্ঠিত হচ্ছে। সোমবার  সকাল ১০টা  রাজার মাঠ  থেকে একটি বর্ণাঢ্য  র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ  শেষে পুনরায়  রাজার মাঠে  গিয়ে শেষ হয়। র‌্যালীটি  উদ্ধোধন করেন,  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি । আরো উপস্থিত ছিলেন,  জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক,পুলিশ সুপার সঞ্জিত কুমার  রায়, অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রাণী সাহা,  জেলা পরিষদ সদস্য ও জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, পৌর আ’লীগের সভাপতি অমল কান্তি দাশ,  কলেজ ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক টিপু দাশ, প্রমুখ । পরে শ্রীকৃঞ্চের উপর এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শ্রীকৃঞ্চের কর্মময় ও জীবনীর উপর আলোচনা করেন।

 

হিন্দু পুরান মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্ম গ্রহণ করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল।

 

তাদের আরো বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *