চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin

ইন্টারনেট আসক্তির চিকিৎসা করাতে গিয়ে তরুণের মৃত্যু

প্রকাশ: ২০১৭-০৮-১৪ ১৬:০৮:৫৭ || আপডেট: ২০১৭-০৮-১৪ ১৬:০৮:৫৭

বীর কণ্ঠ : ইন্টারনেট আসক্তির চিকিৎসা করাতে গিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ আনহুইতে। ওই তরুণের মৃত্যুর পর এ ধরনের বিতর্কিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। খবর বিবিসির।

চীনের সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, ১৮ বছর বয়সী ওই তরুণের দেহে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক এবং কর্মচারীদের গ্রেফতার করেছে পুলিশ।

ইন্টারনেট এবং ভিডিও গেমে আসক্তদের চিকিৎসার জন্য সামরিক-ধাঁচের বেশ কিছু নিরাময় শিবির গড়ে উঠেছে চীনে। নিহত তরুণের মা লিউ জানান, তার ছেলে ইন্টারনেটের প্রতি খুবই আসক্ত হয়ে পড়েছিল। তিনি বা তার স্বামী ছেলেকে কোনো ভাবেই সাহায্য করতে পারছিলেন না।

তখন তারা সিদ্ধান্ত নেন যে, ছেলেকে তারা ফুইয়াং শহরের ইন্টারনেট আসক্তি চিকিৎসা কেন্দ্রে পাঠিয়ে দেবেন। ওই প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনে বলা হয়, মনস্তাত্ত্বিক ও শারীরিক চিকিৎসার মাধ্যমে তারা শিশু-কিশোরদের ইন্টারনেট আসক্তি দূর করে দেবেন।

 

এরপর তারা গত মাসে ছেলেকে ওই প্রতিষ্ঠানে রেখে আসেন। কিন্তু দু’দিন পরই তারা ফোন পান যে তাদের ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে পরে তার মৃত্যু হয়।

তরুণের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যায়নি। তবে চিকিৎসকরা মা-বাবাকে জানান যে তাদের ছেলের দেহে ২০টিরও বেশি ক্ষতচিহ্ন দেখা গেছে।

চীনে সম্প্রতি এই ধরনের ক্যাম্প স্টাইলের অনেকগুলো ইন্টারনেট আসক্তি নিরাময় কেন্দ্র গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানের কোনোগুলো আবার স্থানীয় হাসপাতালের সঙ্গে যুক্ত।

জনপ্রিয় হলেও কোন কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের ‘রোগী’দের মারধর করা কিংবা ইলেকট্রিক শক দেয়ারও অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *