চট্টগ্রাম, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin

লোহাগাড়ায় এমপি বিহীন উপজেলা আওয়ামীলীগ’র শোক সভা

প্রকাশ: ২০১৭-০৮-২৩ ১৭:১০:৩২ || আপডেট: ২০১৭-০৮-২৪ ১০:৪৯:৪৮

লোহাগাড়া অফিস: লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত ২৪ আগস্ট বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচান সভায় উপস্থিত থাকছেন না স্থানীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। এব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালা উদ্দিন হিরু জানান, উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা কার্যকর করার জন্য একাধিকবার সাংসদ নদভীর সাথে যোগাযোগ করলে এব্যাপারে কোন সাড়া পায়নি। এছাড়াও দুই উপজেলা আওয়ামীলীগ নিয়ে তিনি বিরুপ মন্তব্য প্রকাশ করেছেন। তিনি আরও জানান, গত চার বছরে দলিয় ব্যানারে উপজেলা আওয়ামীলীগকে নিয়ে সমাবেশ করে কোন উন্নয়ণ কর্মকান্ড করেননি। লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ তিনি মানেন না এবং জাতীয় শোক দিবসের দিনে তিনি পারিবারিক সফরে দেশের বাহিরে অবস্থান করেছেন। তিনি আওয়ামীলীগের নৌকা প্রতিক নিয়ে নমিনেশন পেয়ে বিজয় অর্জন করলেও এখনও মনে প্রাণে আওয়ামীলীগ কে গ্রহণ করতে পারেননি। যার প্রমাণ সংসদীয় আসনের দুই উপজেলা আওয়ামীলীগের সাথে তার ভাল সম্পর্ক নেই। এব্যাপারে স্থানীয় সাংসদ ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বরাত দিয়ে একান্ত সচিব এরফানুল হক চৌধুরী বলেন, ২৪ আগস্টের শোক দিবসের আলোচনা সম্পর্কে আমরা অবগত নয়। এবং উপজেলা আওয়ামীলীগ নিয়ে আগামী ২৬ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন করা হবে। এই নিয়ে স্থানীয় জনসাধারণ মনে করছেন উপজেলা আওয়ামীলীগের সাথে এমপি নদভীর দিন দিন দূরত্ব বাড়ছে। সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী সরকারের বিভিন্ন উন্নয়ণমূলক কর্মকান্ডে উপজেলা আওয়ামীলীগের সাথে সম্বনয় না করার কারণে এই দূরত্ব বাড়ছে বলে সাধারণ মানুষ মন্তব্য করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *