চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin

কোচিং নির্ভর নয়, ক্লাস নির্ভর করতে মায়ের ভূমিকা অপরিসীম : ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন কোং

প্রকাশ: ২০১৭-০৮-২৮ ১৮:৫৮:২২ || আপডেট: ২০১৭-০৮-২৯ ১৫:৫৭:১৯


নাজিম উদ্দিন রানা, বিশেষ প্রতিনিধি : অাপনাদের সন্তানদের কোচিং নির্ভর না করে ক্লাস নির্ভর করে গড়ে তুলুন এতেই অাপনার সন্তান প্রকৃত শিক্ষাই শিক্ষিত হবে।বিদ্যালয়ের সাথে অাপনাদের একটা যোগসূত্র থাকলেই সহজে সন্তান সম্পর্কে যাবতীয় খোজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন।তিনি একজন শিক্ষিত মাকে একটি অাদর্শ জাতি গঠন ও একটি অাদর্শ পরিবারকে একটি বিদ্যালয়ের সাথে তুলনা করে বলেন শিশুর প্রাকপ্রস্তুতি এখান থেকেই শুরু হয়।তাই মায়েরা শিশুর মানসিক বিকাশে পুরোপুরি ভূমিকা পালন করতে পারে।অাজ সকালে অাজিজনগর চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষনা উপলক্ষ্যে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অাজিজনগর ইউ,পি চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব মোঃ জসিম উদ্দীন কোং উপরোক্ত কথাগুলো বলেন।
শিক্ষাক্ষেত্রে সরকারের গৃহিত কর্মসূচীগুলোর সুফল তুলে ধরে তিনি বলেন সরকার প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামুলক ও অবৈতনিকের পাশাপাশি খাবারের ব্যবস্হা,উপবৃত্তি সহ সহ নানামূখী পদক্ষেপের কারনে অাজকে স্কুল থেকে ঝরে পড়া রোধ হয়েছে।ডিজিটাল বাংলাদেশের সুফল ও এদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌছে গেছে।উপবৃত্তির টাকার জন্য সারাদিন লাইনে দাড়িয়ে থাকতে হচ্ছেনা।অাপনি যেখানে থাকুননা কেন স্বয়ংক্রিয় ভাবে অাপনার মোবাইলে জমা হচ্ছে।তিনি উপস্হিত মা,দের উদ্দেশ্যে বলেন অাপনাদের সন্তানদের লেখাপড়া করাতে যে কোন ধরনের সহযোগিতাতা করতে অামি সর্বদা প্রস্তুত।কোন ছাত্রী ইভটিজিংয়ের শিকার হলে তৎক্ষনাত তাকে কিংবা প্রধান শিক্ষককে জানাতে বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি অামজাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে মাষ্টার রাজিবের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন।অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন চাম্বি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জনাব অাবুল কালাম-শিক্ষানুরাগী ও নারীনেত্রী মিসেস তামাচিং,জেলা কৃষকলীগ সদস্য নাজিম উদ্দীন রানা,দুবাই প্রবাসী ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দীন প্রমূখ।উল্লেখ্য সম্প্রতি ২০১৭ শিক্ষাবর্ষে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন জেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষিকা নির্বাচিত হয়েছেন, সাফল্যের ধারাবাহিকতায় এবার ও পাশের হার শতভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *