চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

কঠিন রোগে আক্রান্ত মিনা দাশকে রক্ত দিলেন ওসি রফিকুল হোসেন

প্রকাশ: ২০১৭-০৮-২৯ ১৯:১২:২৫ || আপডেট: ২০১৭-০৮-২৯ ১৯:১২:২৫

এম.এ.এইচ রাব্বী:   কঠিন রোগে ভূগছিলেন মিনা দাশ (১০) । শরীর সুস্হ রাখতে তার নিয়মিত দিতে হয় রক্ত। বাবার পেশা মুচি। যা জোগাড় করা বাবা সুকুমার দাশের জন্য রীতিমতো দুঃসাধ্যে। তার পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অনুচক্রিকা’। সেই সূত্র ধরেই মিনাকে ২৯ আগস্ট দুপুরে সাতকানিয়া ডায়াবেটিস জেনারেল হাসপাতালে মিনার জন্য রক্ত দিয়ে দৃষ্টান্ত দেখালেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল হোসেন।

 

সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন বলেন, অনুচক্রিকা ফাউন্ডেশন মফস্বলে থেকেও অসহায় মানুষের জন্য যেভাবে রক্তদাতার খোঁজ করে, রক্ত জোগাড় করে দিয়ে মানুষের উপকার করে তা আমাকে বিস্মিত করেছে। নির্দিষ্ট সময় অন্তর অন্তর রক্ত দিলে দাতার কোনো অসুবিধা হয় না। অনেকে ভয়ে রক্ত দিতে চান না। কিন্তু মুমূর্ষু-জটিল রোগীর জীবন বাঁচে । আমি যখন ঢাকায় ছিলাম নিয়মিত রক্ত দিতাম। রক্ত আল্লাহর দান। যতদিন সুস্থ থাকব নিয়মিত রক্ত দিয়ে যাব। মানুষ তো মানুষের জন্যই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *