চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

লামার আজিজনগরে হর্টিকালচার সেন্টার’র উদ্যোগে নাবী জাতের অামন ধানের চারা বিতরণ

প্রকাশ: ২০১৭-০৮-৩১ ১৬:০৫:৫৯ || আপডেট: ২০১৭-০৮-৩১ ১৬:০৫:৫৯

নাজিম উদ্দিন রানা, বিশেষ প্রতিনিধি : সম্প্রতি বণ্যা ও ভারীবর্ষনে ক্ষতিগ্রস্হ কৃষকদের মাঝে নাবী জাতের অামন ধানের চারা বিতরন করেছে অাজিজনগর হর্টিকালচার সেন্টার। ৩০ আগস্ট বিকেলে হর্টিকালচার সেন্টারে অাজিজনগর ইউনিয়নে ক্ষতিগ্রস্হ কৃষদের পুনরায় ক্ষতি কাঠিয়ে সাহার্য্যের হাত বাড়িয়ে কৃষক ও কৃষিক্ষেত্রে সমৃদ্ধির লক্ষ্যে নাবী জাতের অামন ধানের চারা তুলে দেন অাজিজনগর হর্টিকালচার সেন্টারের উদ্যান তত্ববিদ কৃষিবিদ সাইফুল ইসলাম (বি,সি,এস কৃষি) ও উপ-সহকারি উদ্যান কর্মকর্তা জনাব সালাহ উদ্দীন। উল্লেখ্য যে, প্রতিবছর বণ্যায় ক্ষতিগ্রস্হদের চারা দিয়ে সহায়তা করে অাসছে অাজিজনগর হর্টিকালচার সেন্টার। নাবী জাতের বৈশিষ্ট্য হলো দেরিতে এ বীজ লাগানো পরে ও শতভাগ সুফল পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *