চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin

ঈদের আগে ভারি যানবাহন চললে ব্যবস্থা : ওবায়দুল কাদের

প্রকাশ: ২০১৭-০৮-৩১ ০১:০৯:৪৯ || আপডেট: ২০১৭-০৮-৩১ ০১:০৯:৪৯

 

বীর কন্ঠ ডেক্স:  সড়ক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদের তিনদিন আগে ভারী যানবাহন রাস্তায় চলাচল করবে না। যদি চলাচল করে তবে পুলিশ এসব গাড়ির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। এখানে কোনো ছাড় দেওয়া হবে না, কারণ জনগণের স্বস্তিকে ঝুঁকির মুখে ফেলে আমরা কাউকে রাস্তায় চলতে দিতে পারি না।

 বুধবার বিকেলে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি ঈদের তিন দিন আগে যে ভারী পরিবহন রাস্তায় চলাচল করবে না। যদি চলাচল করে, রাস্তায় যদি পুলিশ এসব গাড়ি পায়, ট্রাক এবং কাভার্ড ভ্যান তাহলে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখানে কোনো ছাড় নেই। কারণ জনগণের ভোগান্তিকে ঝুঁকির মুখে, জনগণের স্বস্তিকে ঝুঁকির মুখে ফেলে আমরা কাউকে রাস্তায় চলতে বা অতিরিক্ত মালামাল নিয়ে গাড়ি চলতে দিব না।’

মন্ত্রী অস্ট্রেলিয়ান ক্রিকেট দলকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে টাইগার টিমকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আবারো আমি তাদের এখান থেকে অভিনন্দন জানাচ্ছি। অন্য কোনো বিষয় নিয়ে কেউ মেতে নেই। একটু কষ্ট হলেও সবাই চলে যাবে। ক্রিকেটের আনন্দ সবার হৃদয়ে। এই আনন্দ নিয়েই তাদের ঘরমুখী যাত্রা। আশা করি, তাদের যাত্রা স্বস্তিদায়ক হবে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথ (সওজ) অধিপ্তরের  ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আতিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদসহ সওজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *