চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

মিয়ানমারের সেনাবাহিনীর দেওয়া আগুনে পুড়ে যাওয়া ২৫ দিনের এক শিশুকে  চমেকে ভর্তি

প্রকাশ: ২০১৭-০৯-১৫ ০৫:২৯:৩১ || আপডেট: ২০১৭-০৯-১৫ ০৫:৩০:৪৮

বীর কন্ঠ ডেস্ক: মিয়ানমারের সেনাবাহিনীর দেওয়া আগুনে পুড়ে যাওয়া ২৫ দিনের এক শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাইফুল আরমান নামের ওই শিশুকে আজ শুক্রবার ভোর তিনটা ৪০ মিনিটে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) গাড়ি করে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। শিশুটির শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তাকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

শিশুটির বাবা সৈয়দ নুরের বরাত দিয়ে জেলা পুলিশের মেডিকেল ১ টিমের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, তাদের বাড়ি আকিয়াব জেলার রাশিদংয়ের জোফরান এলাকায়। মিয়ানমার সেনাবাহিনী তাদের ঘরে আগুন লাগিয়ে দিলে ওই শিশুটি পুড়ে যায়। পরে তারা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এই শিশুর পাশাপাশি আরও দুই রোহিঙ্গাকে একই গাড়িতে করে চমেক হাসপাতালে আনা হয়। তারা দুইজন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

 

তাদের নাম সেলিম উল্লাহ (৪৫) ও হাফেজ আহমদ (১৬)। এদের মধ্যে সেলিম উল্লাহ মংডু থানার লোডা এলাকার দিল মোহাম্মদের ছেলে।

 

হাফেজ আহমদ একই থানার মেরুল্লার কবির আহমদের ছেলে। পালিয়ে বাংলাদেশে আসার পথে তারা সড়ক দুর্ঘটনায় আহত হন। পরে বাংলাদেশে প্রবেশ করেন।

সূত্র – কালের কন্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *