চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

চোখে আঘাতপ্রাপ্ত এক শিশুসহ  আরও চার রোহিঙ্গা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ  হাসপাতালে ভর্তি 

প্রকাশ: ২০১৭-০৯-১৮ ১৭:৩৬:৪০ || আপডেট: ২০১৭-০৯-১৮ ১৭:৩৬:৪০

 

বীর কন্ঠ ডেস্ক: চোখে আঘাতপ্রাপ্ত এক শিশুসহ মিয়ানমার থেকে আসা আরও চার রোহিঙ্গা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে হাসপাতালে আনা হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার। এর মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন।

 

হাসপাতালে ভর্তি হওয়া চার রোহিঙ্গা হলেন মিয়ানমারের মংডুর মইবাজার এলাকার নজির হোসেনের ছেলে মো. সুফি (৫৭), দুমবাই এলাকার জাফর আলমের ছেলে মো. আলম (৪০), ছড়াইয়াবাজার এলাকার আব্দুছ সালামের মেয়ে আয়েশা (২) ও দেয়ামু পাড়ার নুর হাকিমে ১০ মাস বয়সী মেয়ে তসনিমা আরা। এদের মধ্যে মো. আলম হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন।

 

আলাউদ্দিন তালুকদার  বলেন, ‘দুপুরে দুই শিশুসহ চার রোহিঙ্গা হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। অপর তিনজনের মধ্যে আয়েশা নামে এক শিশু চোখে আঘাতপ্রাপ্ত হয়ে ভর্তি হন। অন্যরা স্বাভাবিক অসুস্থতার কারণে ভর্তি হয়েছেন। তাদেরকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

 

সূত্র – বাংলা ট্রিবিউন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *