চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

আজীবন তুমি এমনই থেকো  – কবি ওয়ারদাতুল জিনান

প্রকাশ: ২০১৭-০৯-২২ ২০:১৬:৫৫ || আপডেট: ২০১৭-০৯-২২ ২০:১৬:৫৫

আজীবন তুমি এমনই থেকো

– কবি ওয়ারদাতুল জিনান

 

গোধূলিলগ্নে পশ্চিমাকাশে অস্ত রবির রক্তরাগ মুছতে না মুছতেই রাতের গগনে হেসে উঠলো পূর্ণ শশী, সাথে আলোকোজ্জ্বল তারকারাজি। সে এক অপূর্ব মায়ালোক! মনে হচ্ছে সন্ধ্যা সবিতা নিজের সমস্ত রঙের পশরা দিয়ে সাজিয়ে তুলেছে তার রজনী প্রিয়াকে। আর তাকে অভিবাদন জানাচ্ছে জোনাকির মিটিমিটি আলো আর ঝিঁঝিঁদের বাজানো ঘুমের নূপুর। এমনই মনোলোভা দূর্লভ ক্ষণে দক্ষিণা বাতায়নে দাঁড়িয়ে আছি আমি অানমনে। কি

যেন অপূর্ব এক ভাললাগায় মন ছুঁয়ে গেল। ভাবতেই ভাল লাগছে এমন রূপসী এক ভূখণ্ডে জন্ম হয়েছে আমার। জন্মভূমি, তুমি যেন কোন শিল্পীর সুনিপুণ তুলিতে আঁকা ফ্রেমে বাঁধাইকৃত একটি ফটোগ্রাফি, কিংবা কোন কলম সৈনিকের কলমের আঁচড়ে লিপিবদ্ধ কোন রূপকথার রাজ্য। তোমার নৈসর্গিক সৌন্দর্যের মোহে বারবার তোমার প্রেমে পড়ি, ভালবাসি তোমার প্রতিটি ধূলিকণা। যুগ যুগ ধরে বেঁচে থাকতে চাই তোমার বুকে, দুচোখ ভরে উপভোগ করতে চাই তোমারই রূপের সুধা। আর মৃত্যুর পরে তোমার মৃত্তিকামাঝে বিলীন হয়ে যাব ভাবতেই একমুঠো সুখ আমায় ধরা দেয় হেসে। জন্মভূমি, তুমি আজীবন এমনই সৌন্দর্যমণ্ডিত থেকো, আজকের মতো তোমার সৌন্দর্যে আমি বারবার হারিয়ে যেতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *