চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin

নাইক্ষ্যংছড়ির ৫০ রোহিঙ্গা পরিবারকে কুতুপালং ক্যাম্পে স্থানান্তর

প্রকাশ: ২০১৭-১০-০৩ ২৩:৪৯:৪০ || আপডেট: ২০১৭-১০-০৩ ২৩:৪৯:৪০

 

 

বীর কন্ঠ ডেস্ক : বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজলায় বসবাসরত রোহিঙ্গা ৫০ পরিবারকে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।

 

মঙ্গলবার দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর পশ্চিমকূল এলাকা থেকে প্রথম পর্যায়ে ৫০ পরিবারকে কক্সবাজার জেলার কুতুপালং শরণার্থী ক্যাম্পে পাঠানো হয়।

 

হস্তান্তর প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এস সরওয়ার কামাল, তুমব্রুর ইউনিয়নের সদস্য আনোয়ারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা।

 

জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, কক্সবাজারের কুতুপালং যে কয়টি আবাসস্থল তৈরি করা হয়ছে ওই পরিমাণ রোহিঙ্গাদের তুমব্রুর পশ্চিমকূল থেকে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে বান্দরবানের সব রোহিঙ্গাকে ক্যাম্পে পাঠানো হবে।

 

এছাড়া মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের মধ্যে যারা এখনও অসুস্থ তারা সুস্থ না হওয়া পর্যন্ত কুতুপালং ক্যাম্পে পাঠানো হবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক। –

জাগো নিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *