চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

মেক্সিকোয় বন্দুকধারীর গুলিতে মেয়রসহ নিহত ৩

প্রকাশ: ২০১৭-১০-০৮ ০২:৪৮:৩০ || আপডেট: ২০১৭-১০-০৮ ০২:৪৮:৩০

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর মিশোকানে পৃথক ঘটনায় বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন মেয়রসহ তিনজন। শনিবার বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন এক ফেডারেল এজেন্ট ও তার মা। কয়েক ঘণ্টা আগে পৃথক ঘটনায় নিজ বাড়ির সামনে গুলিতে নিহত হয়েছেন স্থানীয় মেয়রও। শনিবার রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

 

বার্তা সংস্থা এএফপির বরাতে প্রতিবেদনে বরা হয়, বন্দুকধারীরা পালিয়ে গেছে। ঘটনার পর মাদকচক্রের সঙ্গে পুলিশের গোলাগুলি চলছে।

 

ওই ফেডারেল এজেন্টের নাম জুলিও সিজার বায়েজ গুলিন। তার ৬৫ বছর বয়সী মা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন তার বান্ধবীও। তিনিও ফেডারেল গোয়েন্দা সদস্য। ২০০১ সালে পুয়েতে গ্রান্দেতে নিয়োগ পান বায়েজ। সেখানেই মাদকসম্রাট এল চ্যাপো গুজম্যান আটক রয়েছেন।

 

এর আগে শুক্রবার সকালে মিশোকানে নিজ বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে গুলিতে নিহত হন পারাচোর মেয়র স্তালিন সানচেজ। গত কয়েক বছরে সেখানে মাদকের বিস্তার ঘটেছে।  মিশোকানের গভর্নর তার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

 

২০০৩ সাল থেকে প্রায় ৫০ জন মেয়রকে হত্যা করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *