চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

admin

শিক্ষক বদলির প্রত্যাহারের দাবিতে বান্দরবান সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের মানববন্ধনমানববন্ধন

প্রকাশ: ২০১৭-১০-১৪ ২০:১০:০৬ || আপডেট: ২০১৭-১০-১৪ ২০:১০:০৬

বি.কে বিচিত্র, বান্দরবান জেলা প্রতিনিধিঃবান্দরবান সরকারি মহিলা কলেজের এক শিক্ষকের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। ১৪ অক্টোবর শনিবার সকালে কয়েকশ’ শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচির মাধ্যমে ওই শিক্ষকের বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানায়। বান্দরবান প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করে তারা।

 

শিক্ষার্থীরা  অভিযোগ করেন, বিজ্ঞান বিভাগের পদার্থবিদ্যা বিষয়ে তাদের কোনো শিক্ষক নেই। তবুও পদার্থবিদ্যার একমাত্র শিক্ষক মাঈন উদ্দিনকে অন্যত্র বদলির করা হচ্ছে। তাঁরা জানান, কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে।

 

কলেজের সূত্র জানায়, মহিলা কলেজের বিভিন্ন বিভাগের ক্যাডার এবং নন-ক্যাডার শিক্ষকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ সুযোগ কাজে লাগিয়ে কর্তৃপক্ষকে প্রভাবিত করে এক পক্ষের শিক্ষক পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক মাঈন উদ্দিনকে অন্যত্র বদলির আদেশ করানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *