চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

চট্টগ্রাম সরকারী সিটি কলেজের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন

প্রকাশ: ২০১৭-১০-১৫ ১৬:৫৩:১২ || আপডেট: ২০১৭-১০-১৫ ১৬:৫৩:১২

এম.এ.এইচ রাব্বী-: বন্দর নগরী চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী অালো বিতরণ কেন্দ্র সরকারী সিটি কলেজ চট্টগ্রাম এর স্নাতক (সম্মান) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস ১৫ই অক্টোবর সকালে কলেজ প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে।

 

সরকারী সিটি কলেজ চট্টগ্রাম স্নাতক (সম্মান) ওরিয়েন্টেশন কমিটি’১৭ অাহবায়ক অাবু মুহাম্মদ মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সরকারী সিটি কলেজ চট্টগ্রাম অধ্যক্ষ প্রফেসর ঝরনা খানম।

 

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সরকারী সিটি কলেজ চট্টগ্রাম উপাধ্যক্ষ প্রফেসর মন্জুর অালম, সরকারী সিটি কলেজ চট্টগ্রাম বিবিএ (সম্মান) ভর্তি কমিটি’১৭ এর অাহবায়ক প্রফেসর মুহাম্মদ ফরমুজল হক।

 

অনুষ্টানের শুরুতে নবাগত শিক্ষার্থীদেরকে

কলেজ কতৃপক্ষের পক্ষ থেকে  অভিনন্দন জানানো হয়।

 

পবিত্র কুরঅান তেলাওয়াত করেন মুহাম্মদ সাইফুল ইসলাম ও মিশন শাহা এর গীতা পাঠের মধ্য দিয়ে বক্তব্য রাখেন সরকারী সিটি কলেজ চট্টগ্রাম শিক্ষক ক্লাবের সা. সম্পাদক ওমর ফারুক, মুহাম্মদ ইলিয়াছ, বাংলাদেশ ছাত্রলীগ দীবা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্য প্রফেসর ঝরনা খানম বলেন, অাজকের দিনটি এমন একটি দিন একটি চমৎকার দিন, অামাদের ছাত্র-ছাত্রীদের ক্লাস করার দিন, অামরা চট্টগ্রামের স্বনামধন্য বিদ্যাপীঠকে পেছনে ফেলে অনেক এগিয়ে এসেছি, তোমাদের কারণে অামরা অাবার স্মরনীয় হবো।

 

নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি অারো বলেন, ছাত্র-ছাত্রীদের মেমোরাইজ পূর্ণ করার মত নয়। ওরিয়েন্টেশন ক্লাস মানে অামরা তোমাদের অালোর পথ দেখাবার সময়।  তোমাদের শিক্ষা নিতে হবে। তোমরা এখানে এসেছো, জ্ঞানের অালোতে অালোকিত হতে।সামনের পৃথিবী খুবই কঠিন। তাই সামনের কঠিন পৃথিবীকে জয় করে অামার, অামাদের, সরকারী সিটি কলেজ চট্টগ্রামের চেহেরা অালোকিত করবে এ প্রত্যাশায় থাকলাম।

তোমরা এখান থেকে জ্ঞান অাহরণ করে এক একজন হবে জ্ঞানের মশাল।

 

তিনি অারো বলেন, বর্তমানে দেশের অধিকাংশ এলাকার অলিতে-গলিতে মাদকের ছড়াছড়ি, মাদকের ছোবল থেকে তোমাদের দূরে থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *