চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

সাতকানিয়ায় ওসি’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

প্রকাশ: ২০১৭-১০-১৭ ০৪:০০:৫৩ || আপডেট: ২০১৭-১০-১৭ ০৪:০০:৫৩

সাতকানিয়া অফিস : সৌদি প্রবাসী পাত্র পেয়ে মেয়ের সাথে বিয়ে ঠিক করলেন বাবা। তবে বাল্যবিয়ে যে, আইনত অপরাধ তা মনে ছিল না পাত্রীর বাবার। বিয়ের সব আয়োজন শেষ পর্যায়ে। এমন সময় খবর পেয়ে দু’পক্ষকে ডেকে পাঠালেন ওসি। সাতকানিয়া থানার ওসির হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলেন নবম শ্রেণির ছাত্রী উম্মে হেনা তানিয়া (১৫)। সে কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। জানা যায়, ১৯ অক্টোবর সন্ধ্যায় উপজেলার পরশ মণি কমিউনিটি সেন্টারে ছদাহা গ্রামের মোজাহের মিয়ার মেয়ে নবম শ্রেণির ছাত্রী তানিয়ার সাথে পৌরসভার রামপুর এলাকার আহমদ হোসেনের ছেলে সৌদি প্রবাসী মো. ইকবাল হোসেনের সাথে বিয়ের দিন ঠিক হয়।

 

বাল্যবিয়ের খবরটি ১৬ অক্টোবর পৌঁছে সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেনের কাছে। সাথে সাথে দু’পরিবারের গার্ডিয়ানদের আজ সোমবার দুপুরে ডেকে থানায় নিয়ে আসেন ওসি। তাদের বাল্যবিয়ের কুপল সম্পর্কে বুঝান ওসি।

 

এতে দু’পরিবারই রাজি হন বাল্যবিয়ে না দিতে। এসময় ওসি তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেন বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে দু’পরিবারের গার্ডিয়ানদের ডেকে এনে তাদের বুঝানো হলে দু’পক্ষই বাল্যবিয়ে না দিতে সম্মতি প্রকাশ করে। এতে নবম শ্রেণির ছাত্রী রক্ষা পেল বাল্যবিয়ে থেকে। নিজের প্রচেষ্টায় বাল্যবিয়ে থেকে নবম শ্রেণির ছাত্রী রক্ষা পাওয়ায় খুবই ভালো লাগছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *