চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

admin

সফলতার এক বছরে লামার ইউএনও খিনওয়ান নু…

প্রকাশ: ২০১৭-১০-১৯ ২২:০৫:৪৮ || আপডেট: ২০১৭-১০-১৯ ২২:০৫:৪৮

বেলাল আহমদ,(বিশেষ )প্রতিনিধি:

বান্দরবানের লামায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর সফলতার সাথে এক বছর পার করলেন খিনওয়ান নু। নারী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি এই উপজেলায় ২য় ।

 

এর আগে সামশুন নাহান সুমি নামের আরেকজন  নির্বাহী অফিসার হিসেব গত ১৭ নভেম্বর/১৩ থেকে ২০ জুন/১৫ পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন পাহাড়ি এই উপজেলায়।

খিনওয়ান নু ২৭তম ব্যাচে বি.সি.এস ক্যাডার (প্রশাসন) লাভ করেন। এর আগে তিনি বান্দরবান সদরে সহকারি কমিশনার ভুমি’র দায়িত্ব পালন করেছিলেন।

গত ১৩ অক্টোবর/১৬ এই স্বপ্ন কন্যা লামা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।

 

অত্যান্ত সু-দক্ষ প্রশাসনিক সমন্বয়, বিচক্ষনতার সাথে সরকারের উন্নয়ন কর্মকান্ড তদারকি করছেন। যৌতুক-বাল্যবিবাহ রোধ, বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ পাথর, বালু উত্তোলন-পাচার নিরোধ, পাহাড় কর্তন ইভটিজিং প্রতিরোধ, দুর্ঘটনা এড়াতে পরিবহন সেক্টরের লোকদেরকে কর্মশালার মাধ্যমে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করছেন সমাজের এই স্বপ্ন কন্যা।

লামাবাসী এই স্বপ্ন কন্যা ইউএনওর দীর্ঘায়ু ও সফলতা কামনা করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *