চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin

সাংবাদিক জিসানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঈদগাঁওতে মানবন্ধন ও প্রতিবাদ সভা

প্রকাশ: ২০১৭-১০-২৪ ২০:৩৪:১৯ || আপডেট: ২০১৭-১০-২৪ ২০:৩৪:১৯

এইচ এম তৈয়ব জালাল, ঈদগাহ.প্রতিনিধি:

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে দৈনিক কক্সবাজার-৭১ ও দৈনিক প্রতিদিন সংবাদের রামু প্রতিনিধি দিদারুল আলম জিসানের উপর হামলাকারীদের গ্রেফতারে দাবীতে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর বিকাল সাড়ে চার টায় ঈদগাঁও বাজারের শাপলা চত্বরে এই মানবন্ধনের আয়োজন করেন দৈনিক কক্সবাজার-৭১ এর সহ সম্পাদক নুরুল আমিন হেলালী ও ঈদগাঁও প্রতিনিধি মিছবাহ উদ্দীন। উক্ত মানবন্ধনে ঈদগাঁওতে কর্মরত সকল সংবাদিকবৃন্দ একাত্ততা প্রকাশ করেন। দৈনিক কক্সবাজার বানী  ও বীর কন্ঠের ঈদগাঁও প্রতিনিধি তৈয়ব জালালের কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুল আমিন হেলালী। মানবন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দৈনিক সকালের কক্সবাজার সদর প্রতিনিধি শাহিদ মোস্তফা শাহিদ, দৈনিক বাঁকখালী স্টাফ রিপোর্টার কাফি আনোয়ার, দৈনিক দেশ বিদেশ সদর প্রতিনিধি সেলিম উদ্দীন, দৈনিক কক্সবাজার ৭১ এর স্টাফ রিপোর্টার কামাল শিশির, কক্সবাজার ৭১ এর স্টাফ রিপোর্টার সুজন চক্রবর্তী, ইউনিটির চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম। বক্তারা অনতিবিলম্বে জিসানের উপর হামলাকারী ইয়াবা ব্যবসায়ী, নারী নির্যাতন মামলার আসামী সন্ত্রাসী আবু বক্করকে গ্রেফতার পূর্বক শাস্তি নিশ্চিত করার জন্যে প্রশাসনের প্রতি জোর দাবী জানান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কক্সবাজারের বরেন্য সাংবাদিক এড. সরওয়ার কামাল, দৈনিক ইনফো বাংলা রামু প্রতিনিধি মাশেদুল হক আরমান, দৈনিক সমুদ্রে কন্ঠের সদর প্রতিনিধি শেফাইল উদ্দীন, দৈনিক ইনানীর স্টাফ রিপোর্টার মোঃ রেজাউল করিম, দৈনিক সাগর দেশ সদর প্রতিনিধি আনোয়ার হোছাইন, দৈনিক সমুদ্র বার্তা স্টাফ রিপোর্টার রাশেদুল করিম, দৈনিক দেশ বিদেশ পত্রিকার ঈদগাঁও প্রতিনিধি আবু হেনা সাগর,  দৈনিক দৈনন্দিন সদর প্রতিনিধি শফিউল আলম আজাদ,  সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুতুব উদ্দীন, ঈদগাঁও ঘটক সমিতির সভাপতি আবদু শুক্কুর, আকিল, আরিফ, তারেক, স্বপ্নীল, নূর জাহেদ, রিহাব, মোফাজ্জেল হোছাইন, ইকবাল হাসান সহ ঈদগাঁও’র গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৈনিক কক্সবাজার ৭১ এর ঈদগাঁও প্রতিনিধি মিছবাহ উদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *