চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin

প্রথম হামলার রেশ কাটতে না কাটতেই খালেদার চলন্ত গাড়িবহরে ফের হামলা    

প্রকাশ: ২০১৭-১০-২৮ ২০:৩২:৪১ || আপডেট: ২০১৭-১০-২৮ ২০:৩২:৪১

 

বীর কন্ঠ ডেস্ক: 

ফেনীর মহিপালে হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই মিরসরাইয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চলন্ত গাড়িবহরে ফের হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

 

এর আগে মহিপালে হামলার ঘটনার পর ফেনী সার্কিট হাউসে ঘণ্টাখানেক বিশ্রাম নেন বিএনপি চেয়ারপারসন। সেখান থেকে ফের কক্সবাজারের উদ্দেশ রওয়ানা হলে মিরসরাইয়ে তার চলন্ত গাড়িবহরের ওপর হামলার ঘটনা ঘটে।

 

হামলায় বেসরকারি টেলিভিশন এনটিভির গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় এনটিভির সিনিয়র রিপোর্টার হাসান মাহমুদ, ব্রডকাস্টার আবু সাইদ ক্যামেরাম্যান তাপস আহত হয়েছেন।

 

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ দফায় ফের হামলার ঘটনাটি নিশ্চিত করে জানান, মিরসরাই এলাকায় আমাদের গাড়িবহরে ফের হামলার ঘটনা ঘটেছে।

 

এর আগে ঢাকা থেকে কক্সবাজার অভিমুখে যাওয়ার পথে কুমিল্লা বিশ্বরোড পার হয়ে ফেনী পর্যন্ত খালেদা জিয়ার গাড়িবহর কয়েক দফা হামলার মুখে পড়ে। এতে গণমাধ্যমকর্মী ও বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন। এ সময় টেলিভিশনের ক্যামেরা ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা।-জাগো নিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *