চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin

খালেদা ভেবেছিলেন জনতার ঢল নামবে, কিন্তু নামেনি: কাদের

প্রকাশ: ২০১৭-১০-৩০ ২০:২৫:৫১ || আপডেট: ২০১৭-১০-৩০ ২০:২৫:৫১

বীর কন্ঠ ডেস্ক:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খা‌লেদা জিয়া ভে‌বে‌ছি‌লেন কক্সবাজারে যাওয়ার পথে লাখ লাখ মানুষের ঢল নামবে। কিন্তু কোথাও জনতার ঢল দেখা যায়নি।

 

সোমবার বি‌কেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআর‌টিএ কার্যালয়ে এক সভা শে‌ষে তিনি সাংবা‌দিক‌দের একথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, ত্রাণ দি‌তে গি‌য়ে তিনি (খালেদা জিয়া) ত্রাণ সরবরা‌হের পথ বন্ধ ক‌রে দি‌য়ে‌ছেন। পু‌রো সাত দিন রাস্তা অচল ক‌রে রেখে‌ছেন।

 

এসময় তিনি ব‌লেন, ‘খা‌লেদা জিয়া ভে‌বে‌ছি‌লেন (কক্সবাজার যাওয়ার পথে) লাখ লাখ মানুষের ঢল নামবে। কিন্তু কোথাও জনতার ঢল দেখা যায়নি।’

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন, খালেদা জিয়া ১০ হাজার রোহিঙ্গাকে ত্রাণ দি‌য়ে‌ছেন। আর আওয়ামী লীগ দি‌নে ২০ হাজার রোহিঙ্গাকে ত্রাণ দি‌চ্ছে।

 

তিনি আরও বলেন, রো‌হিঙ্গা ইস্যু‌তে যখন বর্তমান সরকা‌র সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে, তখন খালেদা জিয়া ধন্যবাদ না জানিয়ে উল্টো সরকারকে ব্যর্থ বলছেন। এর বিচার জনগণই কর‌বে।- পরিবর্তন

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *