চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin

হোল্ডারদের আপীল নিষ্পত্তিকরণ শুরু হয়েছে

প্রকাশ: ২০১৭-১০-৩০ ০১:৩২:২৮ || আপডেট: ২০১৭-১০-৩০ ০১:৩২:২৮

স্টাফ রিপোর্টার :

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের ৪ নং সার্কেলের পি ফরমে আপত্তিকৃত আপীলসমূহের শুনানী শুরুর মধ্য দিয়ে রিভিউ বোর্ড আপীল নিষ্পত্তি শুরু করেছে। বোর্ডের চেয়ারম্যান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত থেকে হোল্ডারদের মতামত সর্বোচ্চ সম্মান ও গুরুত্ব দিয়ে আপীল নিষ্পত্তি করছেন। 

আজ সকাল থেকে শুরু হওয়া শুনানীতে আমন্ত্রিত ১৪০ জন হোল্ডার অংশগ্রহণ করেছেন। সিটি মেয়র উপস্থিতদের মধ্য থেকে বয়োজেষ্ঠ হোল্ডারদের অগ্রাধিকার ভিত্তিতে শুনানী পরিচালনা করছেন।

বোর্ডে প্রতিনিধি ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল হক, ইঞ্জিনিয়ার মো. হারুণ, আইনজীবী এড.চন্দন বিশ্বাসসহ বাইশমহল্লা সর্দার প্রতিনিধি,গণমাধ্যম প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আজকের প্রথম আপীল নিষ্পত্তিকৃত হোল্ডার হারুণ অর রশিদ। তিনি মাদারবাড়ি মৌজার সম্মানিত গৃহকর হোল্ডার। আপীল নিষ্পত্তির পর বোর্ড কক্ষ থেকে বেরিয়ে তিনি গণমাধ্যমের কাছে তার  সন্তুষ্টির কথা তুলে ধরেন। তিনি বলেন, আমি আমার আপীল নিষ্পত্তিতে আন্তরিক ভাবে খুশি। মেয়র সাহেব আমাদের মতামত অভিযোগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *