চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

সাতকানিয়ায় মক্কার বলি খেলার ১৩৯তম আসর সম্পন্ন 

প্রকাশ: ২০১৮-০৪-২১ ০০:৪৯:৩৬ || আপডেট: ২০১৮-০৪-২১ ০০:৪৯:৩৬

আলাউদ্দিন,  বীর কন্ঠ :

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার মাদার্শা ইউনিয়নে মক্কার বলি খেলার ১৩৯তম তম আসর শেষ হয়েছে। বলি খেলা দেখতে ২০ এপ্রিল বিকেলে শুক্রবার অর্ধলাখ মানুষ জড়ো হয়েছিল। এবারের আসরে টেকনাফ, কক্সাবাজার, রামু, বাঁশখালীসহ বিভিন্ন জেলা থকে  নামকরা বলি এসেছিলেন। 

উক্ত বলি খেলার উদ্বোধক এবং প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম (১৫) সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি।

মক্কার বাড়ীর মোঃ কামরুল আলম চৌধুরীর সভাপতিত্বে খেলা পরিচালনা করেন, নাজেমুল আলম,(নাজু চেয়ারম্যান) ও ৭নং মাদার্শা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অা.ন.ম সেলিম চৌধুরী।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান মোল্লা। লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, লোহাগাড়া যুবলীগের অাহবায়ক জহির উদ্দিন, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হোসেন, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সহ সাতকানিয়াও লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং সাতকানিয়া-লোহাগাড়া আওয়ামীলীগ ও সহযোগী অংগসংগঠনের নেতাকর্মীরা।

মক্কার বলি খেলা উপলক্ষে সপ্তাহব্যাপী গ্রামীণ পণ্যের মেলা চলে। দেশের বিভিন্ন এলাকার মৃৎশিল্পীরা মেলায় এসছিলেন। খেলার আয়োজক মাদার্শা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল আলম চৌধুরী জানান, ১৩৯ বছর আগে তার দাদা মোহাম্মদ আবদুল কাদের বক্স চৌধুরী বাঙালি এ খেলার প্রচলন করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *