চট্টগ্রাম, , রোববার, ৮ ডিসেম্বর ২০২৪

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

হাটহাজারীতে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ:  নিহত ২

প্রকাশ: ২০১৮-০৯-১৪ ১৫:২৬:০৯ || আপডেট: ২০১৮-০৯-১৪ ১৫:২৬:০৯

বীর কন্ঠ ডেস্ক :

হাটহাজারীতে সিএনজি-চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার দিনগত রাত ১২টার পর উপজেলার চারিয়া বুড়িডুকুর পাড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফটিকছড়ির নানুপুর গ্রামের মো. ইদ্রিস মিয়ার পুত্র মো. নুরুল হুদা (৪৫) এবং একই গ্রামের মো. রফিকের পুত্র মো.আবু  তৈয়ব (১৫)।

হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) বেলাল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর এই খবর নিশ্চিত করেছেন।

স্থানীয় আবু শাহেদ জানান, রাত ১২টার কিছুটা পর চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস ও ফটিকছড়িমুখী সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংর্ষে অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মো. নুরুল হুদা নামক এক ব্যক্তি মৃত্যুবরণ করেন।

ওই সময় সিএনজি-চালিত অটোরিকশায় থাকায় আরও তিনজন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মো. আবু তৈয়ব নামের এক যুবক মৃত্যুবরণ করেন।

একই ঘটনায় আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *