এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২২ ২৩:০১:১৪ || আপডেট: ২০১৮-১০-২২ ২৩:৫৭:৪৪
চন্দনাইশ প্রতিনিধি:
দোহাজারীতে গত কয়েকদিন আগে একটি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে এ পর্যন্ত স্থানীয় ও বার্মা কলোনিবাসির সাথে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সেই সূত্র ধরে ২২ অক্টোবর রাত ৮ টা থেকে রাত সোয়া দশটা পর্যন্ত দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতরা দোহাজারী হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছে বলে জানা গেছে ।
এ সংঘর্ষের সময় বেশ কিছু দোকানপাট ভাঙচুর হয় এবং লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পায় আড়াই ঘন্টা দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে চন্দনাইশ থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বিস্তারিত ২৩ অক্টোবর তথ্য সহকারে দেওয়া হবে।