চট্টগ্রাম, , রোববার, ৮ ডিসেম্বর ২০২৪

কবি জেসমিন সুলতানা চৌধুরীর দু’টি বৈশাখী কবিতা

প্রকাশ: ২০১৯-০৪-১৪ ০১:৪১:০০ || আপডেট: ২০১৯-০৪-১৪ ০১:৪১:০০

রঙে রঙে বৈশাখ
জেসমিন সুলতানা চৌধুরী

রং লেগেছে মনে আমার; রং লেগেছে,
বছর শেষে পহেলা বৈশাখ ফিরে এসেছে।
নানান পদের, নানান স্বাদের আহারে
করি মোরা বর্ষবরণের আয়োজন,
মঙ্গল শোভাযাত্রা আর
নাচে-গানে,আনন্দ-উল্লাসে করি
নতুন বর্ষকে বরণ।

ফুলেরা সাজে ফুলে ফুলে
জীবনের জয়গান গায়  ঘুরে ঘুরে।
ভ্রমরেরা অবাক বিষ্মিত নয়নে তাকায় জনে জনে,
কান পাতে নিকট গুঞ্জনে
ভাবে, এ ফুল ফুটেছে কোন কাননে!

বটবৃক্ষের তলে
নাগর দোলা দুলে হেলেদুলে
খরা রৌদ্র তাপে বসে মেলা,
নবীন- প্রবীণ , শিশু-কিশোর সবাই আসে বলে।

বাজে ঢোল , বাজে সানাই
আরো বাজে বাঁশের বাঁশি,
রঙে রঙে রাঙাতে
রঙে রঙে সাজাতে
ঘুরে ফিরে তাই মোরা
বৈশাখী মেলাতে আসি।
০১-০৪-‘১৬ই

পান্তা ইলিশে বৈশাখ
জেসমিন সুলতানা চৌধুরী

পান্তা ইলিশ খাওরে ভাই পান্তা ইলিশ খাও।
রঙ- বেরঙের পোশাকে,
বর্ণিল সাজে
প্রাণের মেলা বৈশাখী মেলাতে যাও।

আজি গাও শুধু ফাল্গুনী গান,
ঘর ছেড়ে এসো পথে সারা দিনমান।
গাছে গাছে সোনালী কাঞ্চন আর কৃষ্ণচূড়ার বন‍্যা,
মুকুট বানিয়ে পরে বাংলার রূপসী কন‍্যা।

রমনার বটমূলে নামে ভ্রমণ পিপাসু মানুষের ঢল,
দিনের আলো ফুরালে শান্ত হয় তবে জন কোলাহল।

আহারে -বিহারে,
নাচে-গানে,
আনন্দ উল্লাসে
পহেলা বৈশাখ মাতিয়ে রাখে
বিচিত্র সব কারুকার্যের মুখোশে।
২০-০৩-‘১৬ইং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *