চট্টগ্রাম, , রোববার, ৮ ডিসেম্বর ২০২৪

আজ এসএসসি’র ফল প্রকাশ, মোবাইলে জানা যাবে যেভাবে

প্রকাশ: ২০১৯-০৫-০৬ ০৬:২৬:৪৫ || আপডেট: ২০১৯-০৫-০৬ ০৬:২৬:৪৫

বীর কণ্ঠ ডেস্ক:

আজ এসএসসি’র ফল প্রকাশ, মোবাইলে জানা যাবে যেভাব

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ সোমবার।

সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়।
আর দুপুর ২টার পর থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল মোবাইলে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে।

এজন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

মাদরাসা বোর্ডের ক্ষেত্রে Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

এছাড়াও কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফল জানতে ssc লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *