প্রকাশ: ২০১৯-০৬-২৭ ১০:১৩:৪৫ || আপডেট: ২০১৯-০৬-২৭ ১০:২১:০৮
বরগুনায় বর্বর
—-কাজী মোহাম্মসদ শাহজাহান
বরগুনায় বর্বর,বিক্ষত প্রিয় মুখ..
অসহায় প্রিয়া কাঁদে,জগতের সব দুখ।
চারিদিকে এত নর,একা লড়ে এক নারী..
আকাশের কান্না বাতাসের আহাজারি।
কোপে কোপে কুপোকাত ষোল কোটি নারী-নর..
দেশ-গ্রাম-ঘর নাই আমি মরি যাযাবর।