চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস থেকে ৩ লাখ বিক্রয় নিষিদ্ধ চিংড়ি পোনা জব্দ

প্রকাশ: ২০১৯-০৮-০২ ১১:৪৩:৫৪ || আপডেট: ২০১৯-০৮-০২ ১১:৪৩:৫৪

নিউজ ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ৩ লাখ বিক্রয় নিষিদ্ধ চিংড়ি পোনা জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১ আগস্ট) গভীর রাতে বটতল পেট্রোল পাম্প এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায়।

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলনাগামী বেপারী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ৩ লাখ বিক্রয় নিষিদ্ধ চিংড়ি পোনা জব্দ করা হয়েছে। জব্দ করা ৩ লাখ চিংড়ি পোনার মধ্যে ৭০ হাজার গলদা চিংড়ি এবং ২ লাখ ৩০ হাজার বাগদা চিংড়ি রয়েছে।

পরে পোনাগুলো সমুদ্রের নোনা পানি ও মিঠা পানিতে অবমুক্ত করা হয়েছে। এ সময় নিষিদ্ধ পোনা পরিবহনের দায়ে বাসচালক আবুল বশরকে (৪৫ পাঁচ হাজার টাকা জরিমানা করেন এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *