চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় একযোগে ১১০ বিদ্যালয়ে বৃক্ষরোপণ

প্রকাশ: ২০১৯-০৮-৩১ ২৩:১০:০৫ || আপডেট: ২০১৯-০৮-৩১ ২৩:১০:১১


আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় একযোগে ১১০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার পূর্ব বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো.আমিরুল কায়সার। এসব বিদ্যালয়ে বনজ ও ফলজ ১৫০০ গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ,সহকারি কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.জামিরুল ইসলাম,উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ভট্টাচার্য্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন,আমরা যে চারাগুলো রোপণ করেছি,এ রোপণ করাতেই যেন আনুষ্ঠানিকতা শেষ না হয়। রোপণ করা এসব গাছ বড় হয়ে যেন আমাদের ছায়া দেই,ফল দেই। সেই পর্যন্ত চারাগুলোর যতœ নেব,লালন করব। যেভাবে আমরা একটি শিশুকে লালন করে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলি ঠিক সেভাবে চারাগুলোর যত্ন নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *