চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বেলাল আহমদ বিশেষ প্রতিনিধি

লামায় জমকালো আয়োজনে পাহাড়বার্তা ডটকম এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশ: ২০১৯-০৮-৩১ ২১:০০:১৯ || আপডেট: ২০১৯-০৮-৩১ ২১:০০:২৭

বেলাল আহমদ :
বান্দরবান সহ তিন পার্বত্য জেলার শীর্ষ স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘পাহাড়বার্তা ডটকম’র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার(৩১আগস্ট)সকাল১১টায় পাহাড়বার্তা ডটকমের বিশেষ প্রতিনিধি মো. নুরুল করিম আরমানের আয়োজনে জমকালো এক র‌্যালীর মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।

র‌্যালী শেষে লামা প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল।

এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.জাহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান,পাহাড় বার্তা ডটকম এর বার্তা সম্পাদক সৈকত, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, রিপোটার্স ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম,
লামা সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক উজ্জ্বল বড়ুয়া, সাংবাদিক মংচিংপ্রু মার্মা, বেলাল আহমদ, জয়দেব রানা, মো.আবুল কাসেম, লামা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো.শাহিন, রাকিবুল হাসান সাদ্দাম সহপ্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির দর্পন। তাদের লিখনির মাধ্যমে সমাজের অনিয়ম, দুর্নীতি ও উন্নয়নের চিত্রগুলো ফুটে ওঠে।

উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বলেন,একজন প্রকৃত সাংবাদিককে বেশি বেশি পড়তে হবে। তবেই পাঠকের হৃদয় জয় করে নিতে পারবেন পার্বত্য চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা অনেক পরিশ্রম ও ঝুঁকি মোকাবেলা করে পেশাগত দায়িত্ব পালন করেন।

প্রধান অতিথি লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল তার বক্তব্যে বলেন এলাকার প্রত্যেক উন্নয়ন কার্যক্রমে সাংবাদিক ও পত্রিকাগুলো গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে।লামা উপজেলাসহ তিন পার্বত্য জেলার উন্নয়ন সম্ভাবনাসহ নানা বিষয়ের ওপর সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অল্প সময়ের মধ্যে তিন পার্বত্য জেলায় সকল সম্প্রদায়ের আস্তা অর্জন করেছে অনলাইন নিউজ পোর্টাল পাহাড়বার্তা ডটকম।
কেক কাটার মধ্যদিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন সভার সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *