চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে রাজকীয় সংবর্ধনা ও জনতার ভালবাসায় সিক্ত চেয়ারম্যান তসলিম

প্রকাশ: ২০১৯-০৮-৩১ ০০:৩৮:৫১ || আপডেট: ২০১৯-০৮-৩১ ০০:৩৮:৫৯

মোঃ জয়নাল আবেদীন, টুক্কু, নাইক্ষ্যংছড়ি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন তসলিম ইকবাল চৌধুরী কারামুক্তির পর নাইক্ষ্যংছড়িতে শুকুরিয়া সভা ও গণসংবর্ধনা সভায় বলেছেন, তিনি এলাকার উন্নয়ন করেছেন বলেই তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দিয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বাধাগ্রস্ত করতে তৎপর কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার তিনি। এসময় আরো বলেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জনগণ বুঝতে পেরেছে আমি কোনো অন্যায় করিনি এবং করতে পারিনা। দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজেকে উৎসর্গ করে আসছি। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, কিছু মানুষের যে ভুল ধারণা ছিল তা আজ ভেঙে গেছে, এই গণসংবর্ধনা তা-ই প্রমাণ করে। নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন ও এলাকাবাসী শুক্রুরবার( ৩০ অাগষ্ট) বিকালে এই বিশাল গণসংবর্ধনার আয়োজন করে। এতে তিনি হাজার হাজার জনতার ভালবাসায় সিক্ত হন। উল্লেখ্য অাজ বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর শুক্রবার বিকেলে রামু রাবার বাগান এলাকায় পৌছলে শতশত মোটর শোভাযাত্রা নিয়ে জনপ্রিয় চেয়ারম্যান তসলিম ইকবালকে বরণ করে নেন এলাকার সর্বস্থরের মানুষ। সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষকলীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন শিমুলের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যানু ওয়াই চাক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো: ইমরান মেম্বার, সদর ইউপি মেম্বার ফয়েজ উল্লাহ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আলী হোসেন, যুবলীগ নেতা ফাহিম ইকবাল চৌধুরী, ছাত্রলীগ সভাপতি বদুর উল্লাহ। এতে ইউনিয়ন পরিষদের নয় ওয়ার্ডের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গসহ বিভিন্ন সামাজিক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *