চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে মাছের পোনা বিতরণ ও অবমুক্তকরণ

প্রকাশ: ২০১৯-০৮-৩১ ১৭:৫৪:০৫ || আপডেট: ২০১৯-০৮-৩১ ১৭:৫৪:১৩

মোঃ জয়নাল আবেদীন টুক্কু :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা বিতরণ ও অবমুক্তকরণ করা হয়েছে।

শনিবার (৩১ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি নানা প্রজাতির মাছের পোনা বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ ও উপজেলা পুকুরে অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মংলাওযাই মার্মা, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ ইমরান, উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ, ইউপি সদস্য মো. আবু তাহের প্রমুখ।

মৎস্য অফিসের প্রতিনিধি মো. আব্দুল্লাহ জানান, ২০১৯-২০ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর বা জলাশয়ে উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে মাছের পোনা বিতরণ ও অবমুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *