চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

রামুতে কাঠভর্তি ট্রাকে ৩০ হাজার ইয়াবা, রোহিঙ্গাসহ আটক ৩

প্রকাশ: ২০১৯-০৯-০৪ ০০:০৮:০৪ || আপডেট: ২০১৯-০৯-০৪ ০০:০৮:১২

নিউজ ডেস্ক : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু বাইপাস এলাকায় কাঠভর্তি ট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে রামু থানার পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।জব্দ করা হয়েছে ট্রাকটিও। মঙ্গলবার বিকাল ৫টার দিকে অভিযানে এই মাদক ও ট্রাক জব্দ করা হয়।

আটকরা হলেন, টেকনাফ উপজেলার টাইংখালী এলাকার আলী আহাম্মদের ছেলে ট্রাকটির মালিক মো. ইউছুপ (৩৫), ট্রাকের ড্রাইভার একই এলাকার হামিদুল হকের ছেলে খাইরুল বশর (৩০) ও বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১৫ নম্বর ব্লকের আলী হোছনের ছেলে মো. ইয়াছিন (৩২)।

রামু থানার অফিসার ইনচার্জ আবুল খাইয়ের জানান, গোপনে খবর পেয়ে রামু বাইপাস এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় টেকনাফ থেকে আসা কাঠ বোঝাই ট্রাকটি থামিয়ে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *