চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালতে যুমনা ফার্মেসী, চেমন মেডিকো ও রিয়াদ ফুডকে ১৫ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ২০১৯-০৯-১১ ১৮:২১:৪২ || আপডেট: ২০১৯-০৯-১১ ১৮:২৩:৩৮

লোহাগাড়া অফিস :

লোহাগাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ২ ফার্মেসী ও ১ টি বেকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জানা যায়, বেশি দামে ওষুধ বিক্রি করার অপরাধে ২ ফার্মেসীর মালিককে ১০ হাজার টাকা এবং মিথ্যা লেবেল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ১ বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মসেন সিংহ।

আজ বুধবার ( ১১ সেপ্টেম্বর ) বেলা ১২ টার দিকে আমিরাবাদ স্কুল রোডে

ফজলুল হক আজাদের মালিকানাধীন যমুনা ফার্মেসীকে ৫ হাজার ও আবুল কাসেমের মালিকানাধীন চেমন মেডিকো ৫ হাজার করে মোট ১০ হাজারকে জরিমানা করা হয়।

এছাডাও একই দিন আধুনগর খাঁন হাটের ফৌজুল কবিরের মালিকানাধীন রিয়াদ ফুডস বেকারীকে মিথ্যা লেবেল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ৫ হাজার জরিমানা করা হয়৷

অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর মো: শের আলী, ভূমি অফিসের পেশকার সমির চৌধুরী ও আইন শৃংখলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *