চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

শফকত হোসাইন চাটগামী বাঁশখালী প্রতিনিধি

চেয়ারম্যান লেয়াকত আলীর পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

প্রকাশ: ২০১৯-০৯-১২ ২৩:৪১:১৭ || আপডেট: ২০১৯-০৯-১২ ২৩:৪১:২৪


শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী :
বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা মো. লেয়াকত আলীর পিতা আলহাজ্ব দুদু মিয়া তালুকদার (৮১) গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……. রাজিউন)। গত ১০ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম শহরস্থ সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ওই দিন বিকেলে উপজেলার গন্ডামারা ইউনিয়নের নিজ বাড়ী সংলগ্ন এলাকায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী, এস এস পাওয়ার প্ল্যান্টের প্রজেক্ট ডাইরেক্টর মো. মোস্তান বিল্লাহ আদিল, সাবেক পৌর মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোছাইনী, এস এস পাওয়ার প্ল্যান্টের দায়িত্বরত অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম, অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার ও বর্তমানে পাওয়ার প্ল্যান্টে কর্মরত ফারুক আহমদ, বাঁশখালী থানার ওসি তদন্ত কামাল উদ্দিন, কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, শীলকূপ ইউনিয়নের চেয়ারম্যান মো. মহসিন, আওয়ামীলীগ নেতা নুরুল মোস্তফা চৌধুরী সংগ্রাম, বিএনপি নেতা আবু আহমদ প্রমুখ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। আলহাজ্ব দুদু মিয়া তালুকদারের মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী, এস এস পাওয়ার প্ল্যান্টের প্রজেক্ট ডাইরেক্টর মো. মোস্তান বিল্লাহ আদিল, সাবেক পৌর মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোছাইনী, চট্টগ্রাম গন্ডামারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ মো. আলী হায়দার চৌধুরী আসিফ, দৈনিক সমকালের বাঁশখালী প্রতিনিধি ও বাঁশখালী সংবাদপত্রের এজেন্ট আবদুল মতলব কালু প্রমুখ চেয়ারম্যান লেয়াকত আলীর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *