চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজান আওয়ামীলীগের সম্মেলন বাস্তবায়ন কমিটির সভায় মহা পরিকল্পনা

প্রকাশ: ২০১৯-০৯-১৬ ১৯:৫৬:২৫ || আপডেট: ২০১৯-০৯-১৬ ১৯:৫৬:৩৪

প্রদীপ শীল, রাউজানঃ

আগামী ২১ সেপ্টেম্বর রাউজান উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে সম্মেলন বাস্তবায়ন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর সকালে মুন্সির ঘাটাস্থ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উত্তর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক কাজী আবদুল ওয়াব। উপজেলা আআওয়ামীলীগের ভার পপ্রাপ্ত সভাপতি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আনোয়ারুল ইসলামের পরিচালনায় সম্মেলন বাস্তবায়নের উপর গুরুত্বপূর্ণ মতামত ব্যর্থ করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, সাংগঠনিক সসম্পাদক ভূপেষ বড়ুয়া, শাহা আলম চৌধুরী, আওয়ামীলীগ নেতা শ্যামল পালিত, ইরফান চৌধুরী, নুরুল আবছার, স্বপন বড়ুয়া, জাফর আহম্মদ, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, সাইফুল ইসলাম রানা, স্বপন দাশ গুপ্ত, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, কাউন্সিলন জানে আলম জনি, কাউন্সিলন এডভোকেট দিলীপ কুমার চৌধুরী, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুর নেচ্ছা, চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহম্মদ, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, চেয়ারম্যান তছলিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম বাহাদুর, জসিম উদ্দিন, মুছা আলম খান চৌধুরী, সুমন কল্যাণ বড়ুয়া, শইয়েব খান, নায়েম উদ্দিন চৌধুরী, বাবুল মিয়া মেম্বার, মিলন ঘোষ, মুক্তিযোদ্ধা ইউসুফ বাঙ্গালী, সাধন পালিত, সেচ্চাসেবক লীগ নেতা শওকত হোসেন, যুবলীগ নেতা সুমন দে, নাছির উদ্দিন, সারজু মোহাম্মদ নাছের, আহসান হাবিব চৌধুরী, তপন দে, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, মোহাম্মাদ আসিফ প্রমূখ। সভায় বিভিন্ন উপ কমিটির আহবায়ক ও সচিব গন স্বস্ব প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। সভার সভাপতি কাজী আবদুল ওয়াব বলেন, রাউজান উপজেলা আওয়ামীলীগের সম্মেলন হবে সুশৃঙ্খল। আয়োজনে থাকবে ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান মালা। সম্মেলন স্থানে লাগানো হবে সিসি ক্যামেরা। নানা অনুষ্ঠান নিয়ে মঞ্চে থাকবে ভিন্ন ভিন্ন আয়োজন। ফুটিয়ে তোলা হবে আওয়ামীলীগের ইতিহাস ঐতিহ্য। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ও প্রধানমন্ত্রী দেশরত্ব শেখ হাসিনার সফল দেশ পরিচালনার বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হবে সম্মলনে। এবারের সম্মেলন হবে রাউজানের ইতিহাসের একটি অংশ। আনোয়ারুল ইসলাম বলেন, রাউজানের সাংসদ পরিচ্ছন্ন সম্মলনের মাধ্যমে দক্ষ নেতৃত্ব সৃষ্টি করবেন। সম্মেলনের মাধ্যমে রাউজান আওয়ামীলীগের গবেষনা রচিত হবে। সম্মেলনে উঠে আসবে তথ্য ভিক্তিক চিত্র। তিনি বলেন, সম্মেলন সফল করতে নানাবিদ পরিকল্পনা নেয়া হয়েছে। আমাদের নেতাকর্মীরা নিরলস ভাবে কাজ করে চলেছে সম্মেলন সফল করতে। অর্থ উপ কমিটির আহবায়ক জমির উদ্দিন পারভেজ বলেন, বড় বাজেট নিয়ে উৎসব মূখর পরিবেশে রাউজান আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সাজসজ্জা উপ কমিটির আহবায়ক সাইফুল ইসলাম রানা বলেন, স্বাধীনতার নেতৃত্বদানকারী গৌরবময় প্রাচীনতম সংগঠন আওয়ামীলীগ রাউজান উপজেলা শাখার সম্মেলন হবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *