চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

admin

প্রথম আলোর ফিজিক্স অলিম্পিয়াডে চকরিয়া গ্রামার স্কুলের ৮ শিক্ষার্থী মনোনীত

প্রকাশ: ২০২০-০২-১৬ ১৪:২৮:০১ || আপডেট: ২০২০-০২-১৬ ১৪:২৮:১০

চকরিয়া অফিস :
ফিজিক্স অলিম্পিয়াড ২০২০-এর কক্সবাজার আঞ্চলিক পর্ব শুরু হয়েছে। ১৫ ফেব্রুয়ারী শনিবার সকাল নয়টায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে অলিম্পিয়াডের উদ্বোধন করেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল করিম চৌধুরী।

অলিম্পিয়াডে অংশ নিচ্ছে ২৭৫ জন প্রতিযোগী। এরমধ্যে চকরিয়া গ্রামার স্কুলের ৮জন শিক্ষার্থী বিজয় হয়েছে। বিজয়ী শিক্ষার্থীরা বিভাগীয় ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করবেন।


উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস রানা, কক্সবাজার সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মফিদুল আলম, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, ডাচ বাংলা ব্যাংক কক্সবাজার শাখার ব্যবস্থাপক ওয়াহেদ মো. মুরাদুল করিম।


জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু কর্মসুচি। পরে বেলুন উড়িয়ে কর্মসুচির উদ্ধোধন করেন অতিথিরা।


অধ্যক্ষ একেএম ফজলুল করিম চৌধুরী শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার প্রতি অধিক মনোযোগী হওয়ার তাগিদ দিয়ে বলেন, কক্সবাজারে বিজ্ঞান শিক্ষার্থী ক্রমান্বয়ে কমে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে বিরাজমান বিভিন্ন সমস্যার কারণে। এতে মেধার বিকাশ ঘটছে না। এব্যাপারে ভাবতে হবে।

এরপর শুরু হয় লিখিত ও বহুনির্বাচনী পরীক্ষা। আঞ্চলিক পর্বে বিজয়ী শিক্ষার্থীরাই পরে জাতীয় পর্বে অংশ নিতে পারবে। ইতোপূর্বে ৫ জানুয়ারী লামা মাতামুহুরী সরকারি কলেজে গণিত অলিম্পিয়াডে অনুষ্ঠিত হয়। সেখানে শতশত শিক্ষার্থীদের ৮জনকে মনোনীত করা হয়। এরমধ্যে চকরিয়া গ্রামার স্কুলের ৭জন বিজয়ী হয়।


এ বছর সর্বোচ্চ আটজন অংশগ্রহণকারী সুযোগ পাবে তাইওয়ানে অনুষ্ঠিত ২১তম ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করার। এছাড়া পাঁচজন করে সুযোগ পাবে লিথুনিয়াতে অনুষ্ঠেয় ৫১তম আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াড এবং রোমানিয়ায় অনুষ্ঠেয় ইউরোপিয়ান অলিম্পিয়াডে অংশ নেওয়ার।


‘বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি’ আয়োজিত এই অলিম্পিয়াডে পৃষ্ঠপোষকতায় আছে ডাচ্-বাংলা ব্যাংক। ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো এবং ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো। সহযোগিতায় থাকছে প্রথম আলো বন্ধুসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *