চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

চন্দনাইশে ৩দিনব্যাপী প্রিন্সিপাল আবুল কাসেম বইমেলা

প্রকাশ: ২০২০-০২-১৮ ১৬:২৮:৫৫ || আপডেট: ২০২০-০২-১৮ ১৬:২৯:০৪

মো. নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

কাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় চট্টগ্রামে চন্দনাইশে ৫ম বারের মত শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী চন্দনাইশ প্রিন্সিপাল আবুল কাসেম বইমেলা ২০২০।

প্রিন্সিপাল আবুল কাসেম ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠেয় এ মেলা উপলক্ষে বিভিন্ন কর্মসূচীতে রয়েছে আলোচনা সভা, লেখকদের সাম্প্রতিক প্রকাশিত বইয়ের প্রকাশনা, স্মরণিকা প্রকাশ, কবিগান, পুঁথিপাঠ, জারিগান, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাংকন-সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহাসিক ছবি প্রদর্শনী ইত্যাদি। এছাড়াও এতে বইসহ বিভিন্ন জিনিষপত্রের বিকিকিনির মেলা বসবে।

আগামী (১৯-২১ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত ৩দিন ব্যাপী মেলার কার্যক্রম চলবে।

২১ ফেব্রুয়ারি শুক্রবার সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম -১৪ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করবেন বিশিষ্ট লেখক ও গবেষক মাহমুদ বিন কাসেম।প্রধান আলোচক থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য্য।

১৯ ফেব্রুয়ারি বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী।উদ্বোধক থাকবেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিং হাজারী।

সভাপতিত্ব করবেন চন্দনাইশ ছাত্র সমিতি-চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা নোমান উল্লাহ বাহার। প্রধান আলোচক থাকবেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সরওয়ার মোরশেদ।

২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দ্বিতীয় দিনে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান ড. জিনবোধি ভিক্ষু। প্রধান অতিথি থাকবেন চন্দনাইশ পৌরসভা মেয়র আলহাজ্ব মু. মাহাবুবুল আলম (খোকা)। প্রধান আলোচক থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর–চট্টগ্রাম অঞ্চলের ড. আজাদ বুলবুল।

এতে আগ্রহীদের উপস্থিত হয়ে বইমেলাকে সার্থক করে তোলার জন্য সকলের প্রতি প্রিন্সিপাল আবুল কাসেম ট্রাস্ট এর পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *